দেখুন আমরা অনেকেই জানি আজকাল কোনো মেয়ের প্রেমে যতটা সহজে পড়া যায় ঠিক ততটাই কঠিন হয় সেই মেয়েটিকে ইমপ্রেস করা। একটি মেয়ের উপর ক্রাশ খাওয়ার পর সর্বপ্রথম যে প্রবলেমটি সবার সামনে আসে তা হলো মেয়েটির সঙ্গে কি এমন কথা বলবো যাতে মেয়েটি আমার উপর ইমপ্রেস হয় এবং আমি তাকে যে পছন্দ করছি সেটাও বোঝানো যায়।
তাই আমি আপনাদের সঙ্গে এমন কিছু মেয়ে পটানোর মিষ্টি কথা sms শেয়ার করব যেগুলো ব্যবহার করে আপনি মেয়েটিকে ইমপ্রেস করতে পারবেন এবং আপনি যে তাকে পছন্দ করেন সেটিও বুঝাতে পারবেন। নিচে 30 টি মেয়ে পটানোর মিষ্টি কথা sms দিয়া হলো।
আজকের দিনে দাড়িয়ে আমি আপনাদের একটা কথা 100% শিওর হয়ে বলতে পারি আপনি যদি এভারেজ টাইপ এর ও হয়ে থাকেন তবুও আপনি আপনার পছন্দের মেয়েটিকে মিনিটের মধ্যে ইমপ্রেস করে নিতে পারবেন। আর এখনকার মেয়েদের সবচেয়ে সহজে এবং মিনিটের মধ্যে ইমপ্রেস করার একমাত্র উপায় হলো মিষ্টি কথা।
হ্যা মেয়েরা কিন্তু নিজের প্রশংসা শুনলে মুহূর্তের মধ্যেই গলে যায়। তাই আপনার প্রথম দেখায় প্রথম কাজ হবে তার প্রশংসা করে তাকে মুগ্ধ করা। আর তাইতো আজকের আর্টিকেলে আপনাদের এমনই কিছু মেয়েদের প্রশংসা নিয়ে মিষ্টি কথা শিখিয়ে দেবো। যেগুলো আপনাদের পছন্দের মেয়েটিকে ইমপ্রেস করার জন্য 90% কাজ করে দেবে। চলুন তাহলে শুরু করি।
ঘটনা কিন্তু একটা ঘটিয়ে ফেলেছি, হঠাৎ করে তোমার প্রেমে পড়ে গেছি, এখন কি করতে হবে ধমক না দিয়ে বুঝিয়ে বলো।
একটু সময় করে আমার সামনে বসো, তোমায় দেখে আমার খালি হৃদয় আর খালি নজর পূর্ণ করে নিবো।
লাল গোলাপ নয় বরং রক্তজবা দিয়ে তোমাকে স্নিগ্ধ শোভন রূপে সাজিয়ে নিতে চাই।
তোমাকে পাওয়ার জন্যে না হয় একটু বেহায়া হলামই তুমি না হয় তোমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমাকে জড়িয়ে নিও।
আমি তোমায় ছিনিয়ে নিবো, ফিরিয়ে নিবো, যেভাবে তপ্ত সূর্য স্নিগ্ধ রাতকে ছিনিয়ে নেয়, আমিও সেভাবেই তোমাকে হরন করবো।
আমি তোমাকে হাজারো মুহূর্ত নিয়ে ভালোবাসি, বোঝো তুমি? তোমার শত আঘাতও আমাকে পরাজিত করতে পারবে না।
ভালবাসার যত কথা হৃদয় দিয়ে বলতে চাই, তুমি শুধু আমার হবে এ কথাটি শুনতে চাই।
আমি আমার সমস্ত হৃদয় তোমার পথ চলায় বিছিয়ে দিলাম, তোমার এক এক ধাপে সে হৃদয়ে ফুল ফুটে উঠবে।
তুমি কখনো আমার চোখের আড়াল হয়ো না, আমি তোমাকে এখন চাই, আজ চাই, আগামী প্রতিটি দিনে ও চাই।
তোমাকে এত মিস করি, যে মাঝেমধ্যে ইচ্ছা করে থানায় গিয়ে মিসিং ডায়েরি করি।
তুমি মনের দরজা খুলবে? নাকি জানালা দিয়ে ঢুকে যাব।
তুমি বড্ড প্যাঁচাও আঙ্গুল দিয়ে চুল প্যাঁচাও, খোপার সাথে ফুল প্যাঁচাও, শরীরে 1 2 হাত শাড়ি প্যাঁচাও, মনের সাথে মন প্যাঁচাও।
তোর ভালোবাসার বৃষ্টিতে সারা রাত ভিজেছি আমি, ভাবিনি পরের দিন থেকে আমার মনটা নিউমোনিয়ায় ভুগবে।
আমি তেমন কিছু চাই না শুধু তুমি যখন আনমনা হয়ে বসে থাকবে তখন তোমার ঠোঁটের কোণে মিটিমিটি হাসির কারণটা আমি হতে চাই।
তোমাকে মন থেকে আমি কতটা ভালোবাসি এটা প্রকাশ করার জন্য ভালোবাসি এই শব্দটা অনেক ছোট হয়ে যায়, তোমাকে আমি যে পাগলের মতো ভালোবাসি এটা বোঝানোর জন্য আমার এক জীবন খুব ছোট হয়ে যায়।
খুঁজে দেখো আমার এই হৃদয় মাঝে, আছো তুমি সবটা জুরে, আমার এই চোখের তারায়, তোমাকে নিয়ে হাজার স্বপ্ন এসে দাঁড়ায়, দুটি চোখের স্বপ্নের মাঝে, খুঁজে দেখো তোমায় পাবে।
আমি তোমার হৃদয়ের অন্ধকারকে হাজারো স্বপ্ন জোনাকি হয়ে টুকরো টুকরো করে জ্বালিয়ে নেব তুমি শুধু আমার হাত ধরে রাখো
আমি তোমার সেই কল্পনা হতে চাই যে কল্পনাতে আমি ছারা রবে না কেউ, আমি তোমার সেই তুমি হতে চাই যে তুমিতে আর রবেনা কেউ, আমি তোমার সেই সাগর হতো চাই যে সাগরে রবে শুধু আমারি ঢেউ।
তুমি সেই কবিতা যা প্রতিদিন ভাবি কিন্তু লিখতে পারিনা, তুমি সেই ছবি যা কল্পান করি কিন্তু আকতে পারিনা, তুুম সেই ভালোবাসা যা প্রতিদিন চাই কিন্তু বলতে পারিনা।
মনের গভিরে রেখেছি তোমারে, বলা হয়নি আজও ভালোবাসি তোরে, বলতে গিয়েও আসি ফিরে, কিভাবে বোঝাবো ভালোবাসি যে তোরে।
তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রান, তুমি আমার একলা মনের মিষ্টি অভিমান, তুমি আমার চোখের ভিতরে আছো বৃষ্টি হয়ে, ধরার বুকে বৃষ্টি হলে তোমায় মনে পড়ে।
আমি হাত বাড়িয়ে দারিয়ে আছি তোমার ভালোবাসা নেবো বলে, দিও তুমি কত ভালোবাসা দেবে আমায়, বিনিময়ে একটি হৃদয় দেবো তোমাকে, যা কখনো ফিরিয়ে নেব না।
তোমার সুন্দর চোখ আমাকে একাধিকবার বন্দি করেছে, যখন আমি তোমার প্রেমময় দৃষ্টি কল্পনা করি, আমি তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকি।
এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালোবাসা রয়েছে এ বুকে, যদি কাছে আসতে দাও, যদি ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ্য জনম ভালোবাসবো তোমাকে।
এক মুহূর্ত তোমাকে না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়।
তুমি শুধুই আমার আগামীকালের জন্য, চিরকালের জন্য, এবং পরের জন্মেও আমি তোমাকে চাই।
হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজও ভালবাসি তারে, ভালোবাসি বলতে গিয়ে ফিরে আসি, কি করে বোঝাবো তারে আমি কত ভালবাসি।
কত সুন্দর তুমি প্রেমে পড়েছি আমি, সুন্দর তোমার মন, ভালোবেসে যাবো আজীবন, মায়াবী তোমার আঁখি, দিওনা আমায় ফাঁকি, সুন্দর তোমার হাসি, আমি তোমাকে ভালোবাসি।
ভালোবাসি তোমায় আমি বোঝাবো কি করে, শুধু জানি তুমি ছাড়া যাব আমি মরে, গাছের পরান মাটি, আর আমার পরান তুমি, তোমার জন্য পৃথিবীতে জন্ম নিলাম আমি।
কোন এক জোসনা রাতে তোমাকে নিয়ে হাটতে খুব ইচ্ছে করে, কোন এক বৃষ্টির দিনে তোমার পাশে চলতে ইচ্ছা করে, কোন এক বসন্তে তোমাকে ভালোবাসি কথাটা বলতে ইচ্ছে করে।