Guys আজকে আমরা Vivo X200 Pro Mini ফোনটি Review করবো। ফোনটি দেখতে কেমন? এই ফোনটি কাদের জন্য পারফেক্ট? এটির বিল্ড কোয়ালিটি কেমন? এর গেমিং পারফমেন্স কেমন? ব্যাটারি এবিলিটি কেমন? এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো চলো দেরি না করে মূল বিষয় আলোচনা করা যাক।
Vivo X200 Pro Mini এই ফোনটির বর্তমান বাজার মূল্য ৯৫০০০ হাজার টাকা। ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.31 Ltpo amoled display যার refresh rate 144 HZ এবং brightness 4500 nits / ppi 460। ফোনটিতে processor হিসেবে রয়েছে MediaTek dimensity 9400 (3nm)।
RAM রয়েছে 8/12। ROM রয়েছে 512/1TB। camera section এ রয়েছে triple rear camera 50m/32m। এবং ফোনটির ব্যাটারি 5700 mAh এবং 90W type c fast charging supported এবং wireless charging 30W। ফোনটির ৪টি colour available- black/ white/ green /pink
এবার কথা বলা যাক ফোনটির গেমিং পারফরমেন্স কেমন? ছুটিতে দীর্ঘ সময় gameplay করলে মোটামুটি হিট জেনারেট করে। pubg high graphics on 144 refresh rate এ gameplay করলে display section এ মোটামুটি heat generate করে। display section এ 38° এবং back panel এ 35° তাপমাত্রা ছিলো।কিন্তু কোনো lag এর দেখা পাইনি। long time game play করলে মোটামুটি fps drop করে।
এবং ফোনটির ভালো লাগার বিষয়টি হলো এর সাউন্ড কোয়ালিটি। ফোনটিতে dual speaker রয়েছে যার সাউন্ড কোয়ালিটি একথায় মারাত্মক। এবং camera quality দিনের বেলায় খুব সুন্দর ছবি এবং ন্যাচারাল ক্লিক করতে পারে। এবং night mode এ মোটামুটি ভালো পিক তোলা যায়।
একথায় বলতে গেলে এই দামে ফোনটি best
এবার আসা যাক এই ফোনটি কারা কিনবেন এবং কেন কিনবেন এবং কাদের জন্য পারফেক্ট? overall বলতে গেলে যারা খুব heavy user তাদের জন্য ফোনটি পারফেক্ট। কেননা এখানে দুর্দান্ত একটি ব্যাটারি performance রয়েছে এবং গেমিং পারফরম্যান্স কোথায় মারাত্মক আর এই ফোনের GAMING sensitivity অনেক high ছিল। যারা গেমার রয়েছেন তাদের জন্য ফোনটি পারফেক্ট।
এবং যারা ডেইলি লাইফে ফোন ইউজ করবেন৷ তাদের জন্য ফোনটি একবার চার্জ দিয়ে দুই দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। বাট আমার কাছে এর প্রাইস টা একটু বেশি মনে হয়েছে। ফোনের price টা যদি আরেকটু কম হতো তাহলে সব থেকে ভালো হতো। কেননা এর থেকে কম মূল্যেও বাজারে অনেক ভালো ভালো ফোন রয়েছে।
তো এটা শুধু আমার ওপেনিয়ন ছিলো আপনারা নিজের টাকা দিয়ে নিজে সিদ্ধান্ত নিয়ে একটি ভালো ফোন কিনবেন বা আপনার বাজেট যদি এক লাখ টাকার ভিতরে হয়ে থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য। তো আজকের মত এ পর্যন্তই দেখা হবে ভিন্ন কোনো টপিক নিয়ে।